Aruddho Foundation

অরূদ্ধ ফাউন্ডেশন

অরুদ্ধ মানে যা থামানো যায় না , যা রুদ্ধ করা যায় না ।

আমাদের চারপাশের অনেক মানূষ অনেক স্বপ্ন দেখে , কিন্তু তা সত্যি হয় না , আমরা জানি মানুষের স্বপ্ন দেখানো থামান যাবে না , বন্ধ করা যাবে না । মানুষের দেখা স্বপ্ন যখন সত্যি হয় না তখন তা মানুষকে অনেক কষ্ট দেয়।যে সব মানুষের অনেক স্বপ্ন থেমে যায় আর সেই স্বপ্ন সত্যি করার জন্য আমরা কাজ করব এক সাথে হাতে হাত রেখে।
আমাদের দেশের অনেক মানুষের কাছে শিক্ষা এক ধরনের বিলাসিতা । চিকিৎসা এক ধরনের অপচয় । মেধা থাকা স্বত্তেও পড়াশোনা থেমে জায় অনেকের। আমরা তাদের জন্য , তাদের মুখের হাসির জন্য কাজ করতে চাই।

আমরা আশা করি সবার স্বপ্ন সত্যি হবে । সবার মুখে হাসি ফুটবে। কোন মানুষকে সাহায্যের জন্য হাত পাততে হবে না। আমাদের বাংলাদেশ হবে সুন্দর , যেমনটি আমাদের স্বপ্ন।

our official website: https://aruddhofoundation.webs.com/

our official blog:aruddhofoundation.blogspot.com

 


Create a free website Webnode